সব ফ্যান সমান নয়—অনেক ফ্যান চালু করলে বিরক্তিকর শব্দ করে। আপনি যদি ঘুমাতে, পড়তে বা অফিসে বসে ব্যবহার করতে চান, তাহলে নয়েজ-ফ্রি বা কম শব্দ হয় এমন ফ্যানই কিনুন।৫. হাত-মুক্ত ডিজাইনব্যাগ, বাজার বা ব্যস্ত সময়ের জন্য এমন ফ্যান ভালো, যেটা গলায় ঝোলানো যায় বা ডেস্কে রেখে চালানো যায়। এতে হাতে কিছু না রেখেই হাওয়া পাওয়া যায়।৬. অতিরিক্ত ফিচার থাকলে ভালোআজকাল অনেক ফ্যানে অতিরিক্ত ফিচার থাকে—যেমন লাইট, ইউএসবি চার্জার, এমনকি পানি ছিটানোর (মিস্টিং) সুবিধা। আপনি চাইলে এমন ফ্যান বেছে নিতে পারেন, তবে ব্যবহার কতটা করবেন সেটা ভেবে কিনুন।৭. ফ্যানের যত্ন নিতে হবেআমাদের দেশে ধুলাবালু বেশি, তাই ফ্যানের ব্লেডে ময়লা জমে যায়। নিয়মিত নরম কাপড় দিয়ে পরিষ্কার করলে ফ্যান ভালো চলে। মিস্টিং ফ্যান হলে পানি রাখার জায়গাটাও পরিষ্কার রাখতে হবে। আর রোদে...