২৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:২১ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:২১ পিএম ঢাকাই সিনেমার চিত্রনায়ক বাপ্পি চৌধুরীকে শেষ বড়পর্দায় দেখে গিয়েছিল ‘শত্রু’ সিনেমায়। ইতিমধ্যে কেটে গেছে দুই বছর। হাতে কোনো সিনেমার কাজ নেই অনেক দিন ধরেই। এবার জানা গেল, দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন অভিনেতা। গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাপ্পি। এদিন সন্ধ্যায় বিমানে বসা একগুচ্ছ ছবি নিজের ফেসবুকে প্রকাশ করে দেশ ছাড়ার বিষয়টি জানিয়েছেন তিনি। যদিও এই সফরের উদ্দেশ্য নিয়ে স্পষ্ট করে কিছু জানাননি। ওই পোস্টে অভিনেতা লিখেছেন, ‘বন্ধু, কেমন আছো?’গণমাধ্যমকে একটি সূত্র জানিয়েছে, বাপ্পী চৌধুরী আর দেশে ফিরবেন না। সেখানে নতুন পেশায় যুক্ত হবেন। বলা চলে জীবন-জীবিকার সন্ধানেই দেশ ছেড়েছেন এই অভিনেতা। এদিকে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ৯টায় এক...