নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরা। এ ঘটনায় মব সৃষ্টির অভিযোগে একজনকে আটক করা হয়েছে। স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ১টার দিকে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। পরে জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের সামনে থেকে তাকে আটক করা হয়। আটকের পর তিনি ‘জয় বাংলা’ বলে স্লোগান দেন। তার সঙ্গে উপস্থিত আওয়ামী লীগের নেতাকর্মীরাও এ সময় স্লোগান দেন। আটক ওই ব্যক্তির নাম মিজানুর রহমান। তিনি যুবলীগের নেতা। জানা গেছে, মিজানুরের বাড়ি সিলেটে। জ্যাকসন হাইটস থেকে নিউইয়র্ক পুলিশ তাকে আটক করে। এ সময় তাকে হাতকড়াও পরানো হয়। প্রত্যক্ষদর্শী সুলাইমান হক জানান, বিএনপি-সমর্থিত এক ব্যক্তি পুলিশের কাছে অভিযোগ করেছেন, মিজানুর রহমান তাকে ছুরি...