লিওনেল মেসি যুক্তরাষ্ট্রে পা রাখার পর থেকেই ইন্টার মায়ামিকে ঘিরে এক অন্য রকম আবহ তৈরি হয়েছে। লিগ কাপ, সাপোর্টার্স শিল্ড ও এমভিপি সম্মান—মাঠে দারুণ প্রভাব ফেললেও ক্লাবের ভেতরের চিত্র একেবারেই উল্টো বলছেন সাবেক এমএলএস ও লিডস ইউনাইটেড তারকা মাতেউস ক্লিখ। তার দাবি, ইন্টার মায়ামি এখন কার্যত ‘মেসিদের ক্লাব’, যেখানে খেলোয়াড় থেকে শুরু করে কোচিং স্টাফ—কাউকেই স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয় না।ফুট ট্রাককে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লিখ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি মায়ামিতে যেতে কাউকেই সুপারিশ করব না, যতদিন মেসি এখানে আছে। এটা একটা বিপর্যয়! খেলোয়াড়রা চলে যাচ্ছে, কোচ আর ফিজিওরা চলে যাচ্ছে। পুরো সংগঠনটাই এলোমেলো। মেসির বাবা মূলত ক্লাব চালান। কিছুই তাদের অনুমতি ছাড়া হয় না।’পোলিশ এই মিডফিল্ডার আরও যোগ করেন, ‘সবার মুখের ভাষাও এখন স্প্যানিশ। আরেকটা বড় সমস্যা হলো,...