ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ তরুণ কোবি মাইনোকে রিয়াল মাদ্রিদে চান স্বদেশি জুড বেলিংহ্যাম। গ্রীষ্ম দলবদলে আলোচনায় ছিলেন কোবি। তখন ইংলিশ অনেক ক্লাব আগ্রহ দেখালেও রেড ডেভিলরা তাকে ছাড়েনি। ২০ বর্ষী মাইনোর সঙ্গে ইউনাইটেডের চুক্তি আছে ২০২৭ পর্যন্ত। রিয়ালের সঙ্গে চুক্তিবদ্ধ হতে তাকে আরও অপেক্ষা করতে হবে। আসছে শীতকালীন দলবদলে ১ জানুয়ারি ২০২৬ এও সুযোগ আসবে। ইংলিশদের হয়ে গতবছর অভিষেক হয় মাইনোর। বেলজিয়ামের বিপক্ষে ২-২ ড্র ম্যাচ ছিল। ম্যাচশেষে জুড বলেছিলেন, ‘মাইনো বেশ ভালো। জানি...