নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সদর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩টি ওষুধের দোকানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিন। অভিযানে ওষুধ ও কসমেটিক আইন ২০২৩ লঙ্ঘনের দায়ে ৩টি ফার্মেসির বিরুদ্ধে মোট ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জরিমানাপ্রাপ্ত ফার্মেসিগুলো হলো- এনামুল হকের মালিকানাধীন মেডিসিন প্লাস ফার্মেসি, জুবায়ের আহমেদের মালিকানাধীন প্রাইম মেডিসিন ফার্মেসি ও মনির হোসেনের মালিকানাধীন সোনারগাঁ ফার্মেসি। প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অভিযানের সময় প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন মো. সাইফুল্লাহ মাসুদ। নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিন অভিযানকালে অনেক দোকানীকে সতর্ক করে দেন এবং আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশ দেন। অভিযানের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে আড়াইহাজার ও গোপালদী...