প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্কের মধ্যে কয়েক মাস ধরে চলা প্রকাশ্য ঝগড়ার পর যুক্তরাষ্ট্রের নিহত ডানপন্থি নেতা চার্লি কার্কের স্মরণানুষ্ঠানে তারা আবার পাশাপাশি বসেছেন, হাত মিলিয়েছেন ও কথা বলেছেন। রোববার যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার গ্লেনডালে স্টেট ফার্ম এরিনা বাস্কেটবল স্টেডিয়ামে ট্রাম্পেরপ্রয়াতঘনিষ্ঠসহযোগীকার্কেরস্মরণসভাআয়োজনকরাহয়েছিল।সেখানেই প্রেসিডেন্ট বক্সের ভেতরেট্রাম্পওমাস্ককে ফের একসঙ্গেদেখাযায়। স্টেডিয়ামে প্রায় ৬০ হাজার মানুষ উপস্থিত ছিলেন। ব্রিটেনের ডেইল মেইল জানিয়েছে, ট্রাম্প ও মাস্ক অল্প সময় কথা বলেন আর একসময় তাকে সরিয়ে দিতে দেখা যায় ট্রাম্পকে। ঠোঁটের নড়াচড়া দেখে কথা বুঝতে পারা ‘লিপ রিডার’ নিকোলা হিকলিং জানিয়েছেন, ট্রাম্প মাস্কের দিকে ফিরে তাকে অভিবাদন জানানোর সময় বলেছেন, “কেমন আছো?” উত্তরে মাস্ক কাধ ঝাঁকান; এ সময় ট্রাম্প বলেন, “তাহলে ইলন, আমি শুনেছি তুমি কথা বলতে চেয়েছিলে।” তখন ইউএফসির সভাপতি ডানা হোয়াইট তাদের সঙ্গে যোগ দেন। ট্রাম্প...