বাংলাদেশের একাদশ নির্বাচন নিয়ে প্রতিটি ম্যাচেই চলছে নতুন পরীক্ষা-নিরীক্ষা। কন্ডিশন ও প্রতিপক্ষ বিবেচনায় নেওয়া এসব কৌশলে যেমন সমালোচনা হচ্ছে, তেমনি থাকছে ইতিবাচক দিকও। সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল মনে করছেন, আগামীকাল ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে বাংলাদেশকে বিশেষ পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে। তার মতে, দলে ফেরানো উচিত লেগ স্পিনার রিশাদ হোসেনকে। একইসঙ্গে নতুন বলে তরুণ পেসার তানজিম হাসান সাকিবকে সুযোগ দিলে সেটি দলের জন্য কার্যকর হবে। আশরাফুল বলেন, ‘ভারতের ব্যাটসম্যানরা শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে পছন্দ করে। তাই তাদের বিপক্ষে লেগ স্পিনার ব্যবহার করা কৌশলগতভাবে লাভজনক হতে পারে। রিশাদকে তাই একাদশে ফেরানো উচিত। একইসঙ্গে নতুন বলে তানজিম সাকিবের আগ্রাসী মনোভাবও দলকে বাড়তি শক্তি দেবে। ’ একাদশে ঘন ঘন পরিবর্তনের মধ্য দিয়ে খেলোয়াড়রা নিজেদের প্রমাণ করার সুযোগ পাচ্ছেন বলেও আশরাফুল ইতিবাচক দিক...