রাজবাড়ীর পাংশা উপজেলার কশবামাজাইল ইউনয়নের সূবর্ণখোলা গ্রামে অভিযান চালিয়ে ২৩ সেপ্টেম্বর রাতে দেশীয় তৈরি অস্ত্র, গুলী ও ককটেল বোমা উদ্ধার করেছে যৌথ বাহিনী। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কশবামাজাইল ইউপির সূবর্ণখোলা গ্রামে মিরাজ খাঁ'র বাড়ির পাশে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় পরিত্যাক্ত অবস্থায় ০১ টি পাকিস্তানি রিভালবার, ০১ টি দেশীয় তৈরী ওয়ানশুটার গান, ০২ রাউন্ড ওয়ান সুটার গানের এ্যামোনিশন ও ০১ টি হ্যান্ড...