বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করে দেশে সরকার গঠনে সবাইকে ঐক্যবন্ধ থাকতে হবে বলে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির নেতা মো. ফখরুল ইসলাম। পাশাপাশি সরকারের প্রতি সুষ্ঠু সুন্দর পরিবেশে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি। সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বসুরহাট আগমন উপলক্ষে কয়েক হাজার বিএনপি নেতাকর্মীদের সংবর্ধনার জবাবে ফখরুল ইসলাম এসব কথা বলেন। এর আগে বিএনপির এ নেতার গাড়িবহর বসুরহাটে পৌঁছালে উচ্ছ্বসিত নেতাকর্মীরা তাকে ফুলের মালা ও তোড়া দিয়ে বরণ করে নেয়। এ সময় তিনি জনতার উদ্দেশ্যে হাত নেড়ে সালাম ও শুভেচ্ছা জানান। ফখরুল ইসলাম বলেন, গত ১৫ বছরে এদেশে নির্বাচন হয়নি। আসন্ন নির্বাচনকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। এ নির্বাচনটা শান্তিপূর্ণ হোক, সুশৃঙ্খল হোক। এই নির্বাচন যেনো ভোট দখলের নির্বাচন না...