ডিম ছোড়া কোনো নতুন কৌশল নয়; বরং দীর্ঘ ইতিহাসে এটি ক্ষোভ প্রকাশের অহিংস উপায় হিসেবে টিকে আছে। আজও বিভিন্ন দেশে রাজনৈতিক বা সামাজিক অসন্তোষ প্রকাশে মানুষ ডিমকেই বেছে নিচ্ছে প্রতীকী প্রতিবাদের হাতিয়ার হিসেবে। ডিম সাধারণত খাবারের টেবিলের পরিচিত উপাদান হলেও, রাজনৈতিক প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশের ক্ষেত্রে এটি দীর্ঘদিন ধরেই একটি প্রতীকী অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ইতিহাস ঘেঁটে দেখা যায়, ভিন্ন ভিন্ন সময়ে বিভিন্ন দেশে রাজনীতিবিদ, নীতি নির্ধারক কিংবা রাষ্ট্রীয় কর্মকর্তাদের প্রতি অসন্তোষ প্রকাশে সাধারণ মানুষ ডিম ছুড়ে প্রতিবাদ জানিয়েছে। বাংলাদেশেও সম্প্রতি এমন ঘটনা ঘটেছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে বহনকারী প্রিজন ভ্যানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা ডিম ছোড়ে ক্ষোভ প্রকাশ করেন। ডিম ফেটে গাড়ির সামনের কাচ অস্বচ্ছ হয়ে যায়। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের...