দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপনে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও গুজব রোধে কঠোর নজরদারিও চালাচ্ছে সংস্থাটি। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রংপুরের কালীবাড়ী পূজামণ্ডপ ঘুরে দেখে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। তিনি জানান, এ বছর র্যাবের দায়িত্বে থাকা মণ্ডপের সংখ্যা ৪ হাজার ৬৭০টি। প্রতিটি মণ্ডপে স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র্যাবের অতিরিক্ত সদস্যও মোতায়েন করা হবে। র্যাবপ্রধান বলেন, ‘কেউ যাতে গুজব রটিয়ে বা অপপ্রচার চালিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার সুযোগ না পায়, সে জন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে পূজামণ্ডপগুলোতে আনুষ্ঠানিকভাবে র্যাব...