আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার বক্সে ঢুকে ভারতের রাজধানী দিল্লি পৌঁছে গেছে ১৩ বছরের এক কিশোর। জানা গেছে, সে সুস্থ আছে ও তাকে কাবুলে ফেরত পাঠানো হয়েছে। কুন্দুজ শহরের ওই কিশোর মূলত ইরান যেতে চেয়েছিল। রোববার (২১ সেপ্টেম্বর) ভোরে কাবুল বিমানবন্দরে যাত্রীদের ভিড়ের সঙ্গে গোপনে ঢুকে পড়ে সে। পরে কেএএম এয়ারের একটি ফ্লাইটের চাকা রাখার বক্সের ভেতর উঠে পড়ে ওই কিশোর। কিন্তু যে প্লেনে যে ওঠে, সেটি যাচ্ছিল দিল্লিতে, তেহরান নয়। রোববার সকাল ১০টা ২০ মিনিটে ফ্লাইট নামার পর সাদা পাঞ্জাবি-পায়জামা পরা ছেলেটিকে বিমানবন্দর কর্মীরা এলোমেলোভাবে ঘোরাফেরা করতে দেখেন। পরে ভারতের সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হলে জানা যায়, সে আফগানিস্তানের কুন্দুজ এলাকার বাসিন্দা। প্রায় ৯৪ মিনিটের যাত্রা সে কাটিয়ে দেয় বিমানের ল্যান্ডিং গিয়ারের...