ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআই’র প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গুলি আবারও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)’র প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। সোমবার (২৩ সেপ্টেম্বর) তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই পদে নির্বাচিত হন।প্রায় তিন বছর ধরে দায়িত্ব পালন করা তার ভাই স্নেহাশিস গাঙ্গুলিকে তিনি প্রতিস্থাপন করেছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর আর কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় গাঙ্গুলি সভাপতি হন। এর আগে ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্তও তিনি সিএবি সভাপতি ছিলেন। পুনর্নির্বাচিত হওয়ার পর গাঙ্গুলি বলেন, ‘আমি আগেও ৫ বছর এই দায়িত্ব পালন করেছি। আমরা যা করব, ক্রিকেটের ভালো জন্যই করব। ভারতে ক্রিকেটের প্রতি প্রচণ্ড উন্মাদনা আছে। অনেক প্রতিভা আছে, আমাদের কাজ হবে সেই প্রতিভাকে দিকনির্দেশনা দেওয়া। ’ ২০১৯ সালে সিএবি’র দায়িত্ব শেষ করার পর গাঙ্গুলি বিসিসিআই সভাপতি হিসেবে দায়িত্ব নেন। ২০২২ সাল পর্যন্ত তিনি...