ঢাকা:আগামী রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে নির্বাচনী সংলাপ শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেই প্রথমে বসবে সংস্থাটি। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, পরিকল্পনার অংশ হিসেবে আমরা বেশ কয়েকটা কাজ এগিয়েছি এবং আগাচ্ছি। আমরা আমাদের যে জনসম্পৃক্ততার বিষয়টা আছে আমরা বিভিন্ন স্টেকহোল্ডারস যারা আছেন যেমন সিভিল সোসাইটি, শিক্ষাবিদ, নারী নেতারা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা, রাজনৈতিক দল, নির্বাচন বিশেষজ্ঞ, জুলাই যোদ্ধা এদের সঙ্গে আমরা পর্যায়ক্রমিকভাবে আমাদের আলোচনাগুলো শুরু করব। তিনি বলেন, প্রাথমিকভাবে কমিশন সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে সংলাপ শুরু হবে এবং একটু গ্যাপ দিয়ে করতে হবে। কারণ হচ্ছে যে ছুটি আছে, পূজার ব্যাপার আছে। এ সব কাজে আমরা শিডিউলটা করিনি। তবে ২৮ সেপ্টেম্বর...