ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান এবং টয়োটা শিন-ওসাকার প্রেসিডেন্ট মি. ইউকিও কুবো আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার ড্যাফোডিল কর্পোরেট অফিসে এই চুক্তিতে স্বাক্ষর করেন। উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এই সমঝোতা স্মারকের আওতায় ড্যাফোডিল গ্রুপের অধীনে থাকা বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক ও অন্যান্য ইনস্টিটিউটের শিক্ষার্থীদের জাপানের টোয়োটা অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং কলেজ অব কোবে-তে ভর্তির জন্য প্রস্তুত ও সুপারিশ করা হবে। এই প্রতিষ্ঠানটি গাড়ি সংক্রান্ত অত্যাধুনিক প্রযুক্তিতে দুই বছরের কারিগরি প্রশিক্ষণ দিয়ে থাকে। টয়োটা শিন-ওসাকা শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়ায় সহায়তা করবে এবং প্রয়োজন অনুযায়ী অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ভর্তি ও প্রশিক্ষণ সম্পন্ন করতে সহযোগিতা করবে। প্রশিক্ষণ শেষে জাপানের অটোমোবাইল শিল্পে চাকরির সুযোগ পেতে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেওয়া হবে, যা জাপানের আইন ও বিধিবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে। স্বাক্ষর অনুষ্ঠানে ড. মোহাম্মদ নুরুজ্জামান...