চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা চৌমুহনী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনের ফলাফল নিয়ে দুই পক্ষের মারামারি ঘটনা ঘটেছে। এ সময় প্রতিপক্ষের ছোঁড়া পাথরে তিনজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত ৮ টার দিকে শাকপুরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে দুই সভাপতি প্রার্থীর লোকজন সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে বোয়ালখালী থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মো.সালেক জানান, ভোটের ফলাফল ঘোষণার পর প্রতিপক্ষের লোকজন ভবনের ওপর থেকে ইটের টুকরো, পাথর ছুঁড়ে মারলে তিনি আহত হন। সভাপতি পদপ্রার্থী মো. জাহেদ (চেয়ার প্রতীক) বলেন, তিনবার ব্যালট গণনা করা হয়েছে। প্রথমবার চেয়ার প্রতীকে ১৯৪ ও প্রতিদ্বন্দ্বি প্রার্থী হারিকেন প্রতীকে ১৯২ ভোট পড়ে। দ্বিতীয়বারের গণনায় একই ফলাফল আসে। এরপর তৃতীয়বারের গণনায় চেয়ার প্রতীকে ৪ ভোট কম দেখিয়ে এবং হারিকেন প্রতীককে ১৯২ ভোট পেয়েছে...