২৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৭ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৭ পিএম চুয়াডাঙ্গার দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারে একটি দোকান নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়েছিলেন শহিদুল ইসলাম নামের একজন। কিন্তু ভাগ্যের কী আশ্চর্য রকম চমকপ্রদ মোড়! মাটির গভীর থেকে উঠে এলো শতাব্দী প্রাচীন ইতিহাস, ব্রিটিশ আমলের ১,৮৭৬টি রুপা সদৃশ ধাতব মুদ্রা। হ্যাঁ ঘটনাটি সিনেমার মতো মনে হলেও এটি পুরোপুরি বাস্তব। জানা যায়, শনিবার সকালে শহিদুল ইসলাম দোকান নির্মাণের জন্য নিজে হাতে মাটি খুঁড়ছিলেন। কোদালের কয়েকটি বাড়ি দেওয়ার পর হঠাৎ এক মৃদু শব্দ। কৌতূহল নিয়ে আর একটু খুঁড়তেই বেরিয়ে এলো একটি মাটির হাঁড়ি। কিন্তু এই হাঁড়ি ছিল স্রেফ একটি পাত্র নয়, এর ভেতরে ছিল রুপালি ঝলকে ঢাকা ব্রিটিশ শাসনামলের ইতিহাস-ঐতিহ্য আর মুদ্রায় ভরা! মুদ্রাগুলোর গায়ে স্পষ্টভাবে খোদাই করা ‘East India Company’ নাম। সময়কাল...