রাঙামাটির পর্যটনের অন্যতম আকর্ষণ ৩৩৫ ফুট দৈর্ঘ্যের ঝুলন্ত সেতু বর্ষা মৌসুমে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধির কারণে প্রায় দুই থেকে তিন মাস পানির নিচে ডুবে থাকে। পর্যটন সংক্রান্ত এই বাধা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দর্শনার্থীদের হতাশ করছে। দর্শনার্থীরা দাবি করেছেন, সেতুটি পুনঃস্থাপন করে আরও উঁচুতে করা হোক। ঢাকা থেকে আসা রিয়াদ মাসুদ আমার সংবাদকে বলেন, প্রথমবার রাঙামাটিতে আসা। প্রকৃতি যে কতটা সুন্দর ও স্নিগ্ধ হতে পাড়ে তা এখানে না এলে কেউ বুঝতে পারবে না। আমরা অনেক জায়গায় ঘুরেছি, এখন আসছি ঝুলন্ত সেতু দেখার জন্য কিন্তু সেতু এখন ডুবন্ত দেখে মনটা খারাপ হয়ে গেলো। রাঙামাটি ট্যুরিস্ট বোর্ডের ম্যানেজার মো. ফখরুল ইসলাম বলেন, “যখন ঝুলন্ত...