খবর টি পড়েছেন :২৭২শেরপুরের নালিতাবাড়ীতে এক কিশোরীকে কেন্দ্র করে দুই কিশোরের মধ্যে চলমান দ্বন্দ্বের জেরে খুন হয়েছে ১৩ বছরের কিশোর আব্দুর রহমান। ২২ সেপ্টেম্বর সোমবার ভোররাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আব্দুর রহমান উত্তর গড়কান্দা শিমুলতলা এলাকার হাবিবুর রহমানের ছেলে। রাত ১১টার দিকে ময়নাতদন্ত শেষে আব্দুর রহমানের লাশ নিজ গ্রামে এনে দাফন করা হয়। এর আগে ২১ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় উপজেলার বাঘবেড় খড়িয়াপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রহমান তার বন্ধু আশিক, স্বাধীন, জীবন, সিয়াম ও হিমেলকে নিয়ে বিকেলে অটোরিকশায় করে খড়িয়াপাড়া গ্রামে ঘুরতে যায়। তাদের মধ্যে একজন ওই গ্রামের এক কিশোরীকে পছন্দ করত। একই কিশোরীকে পছন্দ করত ওই এলাকারই রোকন নামে আরেক কিশোর। একই মেয়ের প্রতি আকর্ষণ থেকে দুই পক্ষের...