খবর টি পড়েছেন :২৫৬শেরপুরের নালিতাবাড়ীতে মালিঝি নদী থেকে উজান থেকে ভেসে আসা অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২সেপ্টেম্বর) রাতে উপজেলার যোগানিয়া ইউনিয়নের ভাটিগাংপাড় মালিঝি নদী থেকে ওই লাশ উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয়রা জানায়, মালিঝি নদীর কাপাসিয়া এলাকায় উজান থেকে স্রোতের সাথে ভেসে আসা একটি অজ্ঞাত মহিলার অর্ধগলিত লাশ ভাসতে দেখে স্থানীয়রা। কিন্তু নদীতে প্রচুর স্রোত থাকায় স্থানীয়রা লাশটি উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে রাতে লাশটি ভাসতে ভাসতে ভাটির দিকে যেতে থাকে। পরে খবর পেয়ে যোগানিয়া ইউনিয়নের ভাটিগাংপাড় এলাকায় স্থানীয়দের সহযোগিতায় লাশটি উদ্ধার করে পুলিশ।বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। তবে লাশটিতে কাটা দাগ রয়েছে৷ তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ময়নাতদন্তের...