২৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৬ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৬ পিএম বেনাপোলের চেকপোস্ট বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কালু কাজী (৪৪) নামে এক চা দোকানির মৃত্যু হয়েছে। এ ঘটনায় দোকানের কর্মচারী আরিফ হোসেন আহত হয়েছেন। নিহত কালু কাজী বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের বাসিন্দা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দোকানে চা বানানোর সময় আরিফ হোসেন কেটলিতে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে দোকান মালিক কালু কাজীও বিদ্যুতের সংস্পর্শে আসেন। কিছুক্ষণের মধ্যে আরিফ সুস্থ হয়ে উঠলেও কালু কাজীর জ্ঞান ফেরেনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বেনাপোল পোর্ট থানার এসআই মানিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এবার ইরানে পারমাণবিক...