আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়ক হিসেবে ৪০ হাজার বডি-ওর্ন ক্যামেরা (বডিক্যাম) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, “জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকারী পুলিশদের জন্য বডি ক্যামেরা দেওয়া হবে। ৪০ হাজারের অধিক বডি ক্যামেরার জন্য প্রাথমিকভাবে পরিকল্পনা করা হয়েছে। আমরা এটা অনুমোদন করেছি।” আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ঘোষণা রয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠুভাবে সম্পন্ন হবে কি না তা নিয়ে সংশয়ের মধ্যে বডি ক্যামেরা কেনার ঘোষণা দিল সরকার। বডি ক্যামেরা কেনার খরচ সম্পর্কে জানতে চাইলে সালেহউদ্দিন আহমেদ বলেন, “টাকার অংক নাই বললাম, কারণ এটা আমরা প্রকিউর করব ইউএনডিপির মাধ্যমে। যেমনইভাবে আমরা ইপিআই টিকা ইউনিসেফের মাধ্যমে আনাই। “বডি ক্যামেরা কেনার খরচ বাংলাদেশ সরকারই দেবে। ইউএনডিপি...