এশিয়া কাপের সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচে ফখর জামানকে আউট দেওয়ার ঘটনায় বিতর্ক থামছেই না। পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি সরাসরি আইপিএলের প্রসঙ্গ টেনে এনে আম্পায়ারের সততার ওপর প্রশ্ন তুলেছেন। হার্দিক পান্ডিয়ার বলে উইকেটকিপার সাঞ্জু স্যামসনের হাতে ধরা পড়ে ফখরকে আউট দেওয়া হয়। তবে অনেকের মতে বলটি মাটিতে লেগে স্যামসনের হাতে যায়। তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখে আউটের সিদ্ধান্ত দেন। বিষয়টি মেনে নিতে পারেননি ফখর। আউট হয়ে ফেরার সময়ও অসন্তোষ প্রকাশ করেন তিনি। আফ্রিদি এক টেলিভিশন অনুষ্ঠানে বলেন, ‘তাদেরকে তো আইপিএলেও আম্পায়ারিং করতে হবে।’ অর্থাৎ, আম্পায়ার হয়তো আইপিএলে দায়িত্ব পাওয়ার জন্য ভারতের পক্ষে সিদ্ধান্ত দিয়েছেন। প্যানেলে উপস্থিত আরেক সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফও আফ্রিদির সঙ্গে একমত হন। তিনি বলেন, ‘ওরা সব অ্যাঙ্গেল দেখেনি। ফখর তখন তিনটি চার...