রাজশাহীতে ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনায় আরও একটি মামলা দায়ের হয়েছে। গত শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া মডেল থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন শিরোইল কলোনীর মৃত শফিকুল ইসলামের পুত্র কৌশিক ইসলাম অপূর্ব নামের এক ব্যক্তি। মামলায় প্রধান আসামি করা হয়েছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটির সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে। এছাড়া ১৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭ শতাধিক জনকে আসামি করা হয়েছে। বাদীর অভিযোগ, গত বছর ৫ আগস্ট স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় নগরীর আলুপট্টি এলাকায় তিনি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অস্ত্রধারী কর্মীদের হামলার শিকার হন। তাকে নির্যাতন করা হয়। তার ডান পায়ে গুলি লাগে। মুখের চোয়াল ভেঙ্গে যায়। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠার কারণে মামলা করতে বিলম্ব হয়েছে। তিনি তার ওপর হামলার...