বাংলাদেশে জনস্বাস্থ্য খাতকে শক্তিশালী করতে এবং সাধারণ মানুষের জন্য সহজলভ্য ও উচ্চমানের ওষুধ সরবরাহ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)। প্রতিষ্ঠার পর থেকে ইডিসিএল শুধু দেশের ফার্মাসিউটিক্যাল শিল্পকেই গড়ে তুলছে না, বরং মানসম্পন্ন ওষুধ উৎপাদন ও সরবরাহের মাধ্যমে জনস্বাস্থ্যের উন্নয়নেও রাখছে বিশেষ অবদান। ইডিসিএল বর্তমানে দেশের ভেতরে ও বাইরে সরকার নির্ধারিত মূল্যে উচ্চমানের ওষুধ সরবরাহ করছে। সরকারি হাসপাতাল, জেলা সিভিল সার্জন অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিকসহ দেশের প্রতিটি প্রান্তে ইডিসিএলের উৎপাদিত ওষুধ পৌঁছে যাচ্ছে। শুধু তাই নয়, আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), ইউনিসেফ (UNICEF), ইউএনএফপিএ (UNFPA) এবং সোশ্যাল মার্কেটিং কোম্পানিতেও (SMC) সরবরাহ করা হচ্ছে মানসম্মত ওষুধ। ইডিসিএলের ওষুধ উৎপাদনের জন্য রয়েছে একাধিক আধুনিক প্লান্ট। ঢাকার প্রধান প্লান্টে উৎপাদিত...