পিএসজির হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়ে ব্যালন ডি’অর জিতেছেন উসমানে ডেম্বেলে। অর্জনের সাথে যোগ দিয়েছেন লিওনেল মেসি, রোনালদিনহো এবং জিনেদিন জিদানের মতো কিংবদন্তিদের এলিট ক্লাবে। যে ক্লাবের খেলোয়াড়দের ঝুলিতে আছে বিশ্বকাপ, ব্যালন ডি’অর এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ট্রেবল ট্রফি। সোমবার রাতে প্যারিসের থিয়েটার দু শাতলেতে জমকালো আয়োজনে ব্যালন ডি’অর-২০২৫ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। ছেলেদের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার তুলে দেন ব্রাজিল ও বার্সেলোনার কিংবদন্তি সাবেক রোনালদিনহো। ডেম্বেলে ২০২৪-২৫ মৌসুমে পিএসজির ইতিহাস গড়তে সাহায্য করেছেন। ক্লাবটির ইতিহাসে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা আসে গত মৌসুমে। লিগ ওয়ান এবং কোপ দে ফ্রান্সও জেতে পিএসজি। গত মৌসুমে ডেম্বেলে ট্রেবল জয়ের পথে ৩৭ গোল ও ১৬ অ্যাসিস্ট করেন। ২৮ বর্ষী ফ্রান্স তারকা এখন ১০ জনের এলিট ক্লাবের একজন। যারা ব্যক্তিগত ট্রেবল অর্জন করেছেন। ডেম্বেলে...