এক মাসের ব্যবধানে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে অর্ধেকে নেমেছে পাথর আমদানি। চাহিদা না থাকায় পাথর আমদানি কমিয়েছেন ব্যবসায়ীরা। এতে কর্মহীন হয়ে পড়েছেন স্থলবন্দরের শতশত শ্রমিক। লোকসান গুনছেন ব্যবসায়ীরাও। রোববার (২১ সেপ্টেম্বর) দিনব্যাপী স্থলবন্দর ঘুরে এমন চিত্র দেখা গেছে। সোনামসজিদ স্থলবন্দরের মো. সাঈদী ইসলাম নামে এক আমদানিকারক বলেন, দেশে চাহিদা না থাকায় পাথর আমদানি করে লোকসান গুণতে হচ্ছে। তাই পাথর আমদানি কমিয়েছেন ব্যবসায়ীরা। বর্তমান দেশের সার্বিক পরিস্থিতিতে সড়ক-মহাসড়ের কাজ কম। এতে যাদের কাছে পাথর বিক্রি করে আসছিলাম। তারা সেভাবে আর পাথর নিতে চাইছে না। এতে বাধ্য হয়েই পাথর আমদানি কমিয়েছেন ব্যবসায়ীরা। সোবহান আলি নামের স্থলবন্দরের এক শ্রমিক জাগো নিউজকে বলেন, এখানে সবচেয়ে বেশি পাথরের গাড়ি আসে। কিন্তু কয়েকদিন ধরে গাড়ির সংখ্যা অনেকটা কম। এতে আমরা কর্মহীন হয়ে গেছি। আগে দিনে ৮০০-১০০০ টাকা...