কবি আমিনুল ইসলাম কবিতাভাবনায় বিশ্বচারী, মহাকালচারী ও জ্ঞানবিহারী। তার কবিতার বিষয়বৈচিত্র্য এত বেশি; মহাবিশ্বের সবকিছুই সেখানে দৃশ্যমান হয়ে উঠতে চায়। কোন কোন বিষয়ে তিনি কবিতা লিখেছেন; তা খুঁজে দেখলে পাল্টা প্রশ্ন আসে, কোন বিষয়ে কবিতা লেখেননি। এই জীবন, প্রকৃতি, পৃথিবী, মহাবিশ্ব, ঘটনাবলি, আন্তর্জাতিক রাজনীতি, আন্তর্জাতিক অর্থনীতি, সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, সাম্প্রদায়িক নিষ্ঠুরতা, আগ্রাসনমূলক যুদ্ধ—সবকিছু তার কবিতায় ছাপ রেখেছে। খেলা থেকে বিজ্ঞান, প্রেম-অপ্রেম, মহানন্দা থেকে আইফেল টাওয়ার, নর্তকী থেকে লখিন্দর—কী নেই কবিতায়! জীবন-জীবিকার প্রাত্যহিক ঘটনার প্রতিফলন ঘটেছে তার কবিতায়। আধুনিক বোধ, কর্পোরেট জীবন, আমলাতন্ত্র, ডিজিটাল জীবন, ক্ষয়ে যাওয়া নৈতিকতা ও বোধ, প্রেম-অপ্রেম ইত্যাদি তার কবিতার বিষয়বস্তু। নদী-বরেন্দ্রভূমি-পাহাড়-বটেশ্বর—সবকিছুই তার কবিতার অংশ। কবি ও রবীন্দ্র-গবেষক আহমদ রফিক যুক্তিসংগতভাবেই বলেছেন: ‘প্রথম পাঠেই আমিনুল ইসলামের কবিতার যে বহিরঙ্গ-বৈশিষ্ট্য আকর্ষণ করেছে তা হল কবিতার বিষয়-বৈচিত্র্য।’ আমিনুল ইসলামের কবিতার...