ইরানে আটটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য রাশিয়ার সঙ্গে একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করতে মস্কো সফর করছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট ও পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি। রাশিয়াভিত্তিক সংবাদমাধ্যম দ্য মস্কো টাইমস এই তথ্য জানিয়েছে। ইরানে আটটি পারমাণবিক কেন্দ্র নির্মাণের এই পরিকল্পনা ২০১৪ সালে ঘোষণা করা হয়। কিন্তু এক দশক পার হয়ে গেলেও এটি এখনো প্রাথমিক চুক্তির স্তরেই রয়ে গেছে। বার্তা সংস্থা রয়টার্সকে ইসলামি বলেন, চুক্তি নিয়ে আলোচনা শেষ হয়েছে। এই সপ্তাহেই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আমরা বাস্তবায়নের দিকে এগোব। আটটি পারমাণবিক চুল্লি সমৃদ্ধ এই প্রকল্পের মাধ্যমে ইরান ২০৪০ সালের মধ্যে ২০ গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অর্জনের লক্ষ্য রাখছে। রাশিয়া ২০১১ সালে ইরানের বুশেহর শহরে দেশটির প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ শুরু করে। মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র বিরোধিতা সত্ত্বেও ২০১৩ সালে এর নির্মাণকাজ...