মার্কিন যুক্তরাষ্ট্রের ৪০০ জন ধনী ব্যক্তির তালিকায় আছেন মাত্র ৬২ জন নারী—মাত্র ১৫ দশমিক ৫ শতাংশ। গত বছর এই তালিকায় ছিলেন ৬৭ জন নারী, অর্থাৎ প্রায় ১৭ শতাংশ। ২০১৯ সালের পর এবারই প্রথম, যখন তালিকায় নারীর উপস্থিতি বাড়েনি। অর্থাৎ নারী–পুরুষের ব্যবধান পৃথিবীর সব খানেই— ধনী–গরিব নির্বিশেষে। যুক্তরাষ্ট্রের অতিধনী ৬২ নারীর সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৮৭২ বিলিয়ন বা ৮৭ হাজার ২০০ কোটি ডলার। এক বছর আগে এর পরিমাণ ছিল ৮৩৯ বিলিয়ন বা ৮৩ হাজার ৯০০ কোটি ডলার। এই হিসাব প্রকাশ করেছে মার্কিন সাময়িকী ফোর্বস। দেখে নেওয়া যাক, ফোর্বস ম্যাগাজিনের হিসাবে যুক্তরাষ্ট্রের শীর্ষ ১০ নারী ধনী কারা। ২০২৫ সালের ১ সেপ্টেম্বরের হিসাবে এই তালিকা করা হয়েছে। ১০৬ বিলিয়ন ডলার। সম্পদের প্রধান উৎস: ওয়ালমার্ট। বয়স: ৭৫ বছর। সবচেয়ে ধনী নারী অ্যালিস ওয়ালটন। টানা এক...