মৃত্যুর ৫ঞ্চম দিনের মাথায় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) শেষকৃত্য সম্পন্ন হচ্ছে জুবিন গার্গের। এদিন তাকে অন্তিম বিদায় জানানোর দিন। মঙ্গলবার সকালে পঞ্চভূতে বিলীন হলেন প্রিয় এই গায়ক। সেই মুহূর্তে দাঁড়িয়েও অসমীয়রা বলছেন, মৃত্যুর পরেও তাদের মননে জুবিন জীবিত থেকে যাবেন আজীবন! শুক্রবার সিঙ্গাপুরে সাঁতার কাটতে গিয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন খ্যাতনামা গায়ক জুবিন গার্গ। রবিবার ভোরে আসামে পৌঁছে গায়কের নিথর দেহ। চোখের জলে ভূমিপুত্রকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন তার হাজারো অনুরাগী। সোমবারেও চলে শেষ শ্রদ্ধা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সাতসকালে জুবিনের শেষকৃত্যেও তেমনই দৃশ্য ক্যামেরাবন্দি হল। গায়কের কফিনবন্দি দেহ দেখে ভেঙে পড়েছে আট থেকে আশির প্রজন্ম। চোখের জল বাঁধ মানছে না আসামবাসীদের। বিগত তিন দিন ধরে কার্যত অচল অসম! মঙ্গলবার জুবিনের শেষকৃত্যের জন্য গুয়াহাটির জাতীয় সড়কেও যান চলাচল বন্ধ ছিল। আর গায়কের...