গাজা যুদ্ধের অবসান এবং বিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডের ভবিষ্যৎ নিয়ে আরব ও মুসলিম নেতাদের সামনে একটি পরিকল্পনা উপস্থাপন করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হবে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানান, বৈঠকে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মিশর, জর্ডান, তুরস্ক, ইন্দোনেশিয়া এবং পাকিস্তানের নেতারা অংশ নেবেন। খবর আল জাজিরার। সোমবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘে ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে আয়োজিত দুই-রাষ্ট্র সমাধান বিষয়ক সম্মেলনে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো বলেন, তার দেশ গাজায় শান্তিরক্ষী বাহিনী পাঠাতে প্রস্তুত। তিনি বলেন, “শান্তির পথে এগিয়ে যেতে আমরা অংশ নিতে প্রস্তুত। গাজায় শান্তিরক্ষী বাহিনী পাঠাতে আমরা ইচ্ছুক।” ইসরায়েলের চ্যানেল ১২ ও মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ট্রাম্পের পরিকল্পনায় ইসরায়েলি সেনাদের ভবিষ্যতে...