ঢাকা: অবরুদ্ধ গাজা উপত্যকায় দুর্ভিক্ষ আরও ভয়াবহ রূপ নিচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মতে, ইসরায়েলি হামলায় পুষ্টি সহায়তা কার্যক্রম ভেঙে পড়েছে এবং খাদ্যবাহী সহায়তা মিশনগুলো বাধাগ্রস্ত হচ্ছে। ফলে গাজার মানবিক সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। খবর আনাদোলুর।প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত থাকায় গাজার পরিস্থিতি ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ।জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় সংস্থা (OCHA)-র তথ্য তুলে ধরে সোমবার এক সংবাদ সম্মেলনে সংস্থার মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, গত ১০ দিনে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স বাহিনী ৫০টিরও বেশি উদ্ধার ও পুনরুদ্ধার অভিযান চালিয়েছে।ডুজারিক আরও বলেন, “ইসরায়েলি হামলার ফলে গাজায় পুষ্টি সহায়তা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এক মাস আগে গাজা গভর্নরেটে দুর্ভিক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছিল, আর এখন পরিস্থিতি...