এরপর ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে দেওয়া হয় একটি ভুয়া নিয়োগপত্র। এমনই এক প্রতারক চক্রের মূল হোতাসহ ৬ জনকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) মিরপুর -১ নম্বরে অবস্থিত র্যাব-৪ এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানি কমান্ডার শাহাবুদ্দিন কবীর। গ্রেফতাররা হলেন-সোহেল রানা ওরফে মিলন (৩৩), তৈয়ব ওরফে মোস্তাক (৪৬), মো. সজীব মুন্সি (৪৪), শামীম আহমেদ (৪৫), মো. মওলাদ আলী খান (৫২) এবং সোহেল রানা ওরফে জিন্নাহ (৩৭)। গ্রেফতারকালে তাদের হেফাজত থেকে ১টি প্রাইভেটকার, ৭টি মোবাইল ফোন, ২টি ভুয়া নিয়োগপত্র এবং নগদ ৯৫ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। র্যাব কর্মকর্তা শাহাবুদ্দিন বলেন, গত কয়েক দিন আগে জনৈক সোহেল রানা আমাদের কাছে একটি অভিযোগ দায়ের করেন। সেখানে তারা একটি প্রতারণার শিকার হয়েছেন বলে জানান। তিনি জানান,...