আসন্ন দুর্গাপূজাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা তৈরির পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন র্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান। মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর রংপুর নগরীর তালতলা রোডে কালীমন্দির পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। র্যাব মহাপরিচালক বলেন, গুজব রোধে র্যাবসহ আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখছে র্যাব। তিনি আরও বলেন, দেশের জনগণ সাম্প্রদায়িকতার উর্ধ্বে থেকে দুর্গা পূজা উপদযাপন করে আসছে। তিনি জানান,...