সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আগামী ২৮ সেপ্টেম্বর (রোববার) ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে এবারের দুর্গোৎসব। তাই দেবী দুর্গাকে পরিপূর্ণ রূপ দিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মহালয়ার মধ্য দিয়ে গত রোববার (২১ সেপ্টেম্বর) গজে (হাতি) চড়ে দেবীদুর্গা আসেন মর্ত্যলোকে। মহালয়ার মাধ্যমে দেবীপক্ষের সূচনা ও ঘট স্থাপনের মধ্য দিয়ে মূলত পূজার নির্ঘণ্ট শুরু হয়। এজন্য ব্যস্ত সময় পার করছেন প্রতিমাশিল্পীরা। আর শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের আশায় আছেন সারা দেশের মতো নওগাঁ জেলার সনাতন ধর্মাবলম্বীরা। এবার এ জেলায় ৮০১টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা হতে চলছে। এরমধ্যে নওগাঁ সদর উপজেলায় ৬৬টি ও পৌরসভায় ৫৯টি, মহাদেবপুর উপজেলায় ১৫৩টি, মান্দায় ১১৯টি, বদলগাছীতে ১০৩টি, পত্নীতলায় ৭৮টি, নিয়ামতপুরে ৫৮টি, আত্রাইয়ে ৫১টি, রানীনগরে ৪৭টি, ধামইরহাটে ৩২টি, সাপাহারে ১৮টি এবং পোরশা উপজেলায় ১৭টি পূজামণ্ডপ স্থাপনের কাজ চলছে।...