প্রথমবারের মতো ভারতীয় অভিনেত্রী ঋতুপর্ণার সঙ্গে নাচবেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়েদ খান। তবে এই নাচ শুধু দেখতে পারবেন নিউ ইয়র্কে বাঙালিরা।কেননা ঋতুপর্ণার সঙ্গে জায়েদ খান মঞ্চ শেয়ার করবেন নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে। জানা গেছে, দূর্গাপূজা উপলক্ষে নিউ ইয়র্কের হিন্দু সম্প্রদায়ের বাঙালিরা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় আয়োজনটি করেন ম্যানহাটনের টাইমস স্কয়ারে।এবারেও থাকছে ভারত-বাংলাদেশের বাঙালিদের যৌথ আয়োজন। আগেই জানা গিয়েছিল এবারের আয়োজনে টাইমস স্কয়ারের দুর্গাপূজায় উপস্থিত থাকবেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা। তবে সঙ্গে যুক্ত হলেন জায়েদ খান। নিউ ইয়র্কের টাইমস স্কয়ার পূজা আয়োজক কমিটি এটিকে বলছে বিগ ব্রেকিং।এ বিষয়ে জায়েদ খান বলেন, প্রথমবারের মতো আমি ঋতুপর্ণার সঙ্গের মঞ্চ শেয়ার করতে যাচ্ছি। এরইমধ্যে তার সঙ্গে আমার নিউ ইয়র্কে দেখা হয়েছে। টাইমস স্কয়ারের আয়োজক কমিটি এবারের দুর্গাপূজায় নানা মাত্রার চমক রাখছে, তার মধ্যে আমার ও...