জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক পাচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। রাজধানীর আগারগাঁওয়ে আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব একথা বলেন। এর আগে গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে এনসিপির এই মুখ্য সমন্বয়ক দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘প্রতীকের বিষয়ে আমরা আজকেও বলে আসছি—শাপলা, সাদা শাপলা ও লাল শাপলার কথা। তিনটি প্রতীকের কথা বলেছি, সেটা থেকে আমরা সরছি না। আমরা সেই জায়গাতে এখনও আছি। তবে আমরা ইতোমধ্যে বিভিন্ন জায়গায় খোঁজ পাচ্ছি, এই প্রতীকগুলো নিয়ে তারা একটি ষড়যন্ত্রমূলক কাজের মধ্য দিয়ে যাচ্ছে। যেটা আমরা দেশবাসীর সামনে বলতে চাই। এনসিপির নিবন্ধনে যে প্রতীক হবে, এটা অবশ্যই শাপলা, সাদা...