ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গর্ভবতী নারীদের ব্যথানাশক ওষুধ টাইলোনল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। তাঁর দাবি, এই ওষুধ খেলে গর্ভের শিশু অটিজমের ঝুঁকিতে পড়তে পারে। তবে চিকিৎসক ও গবেষকরা এই সম্পর্কের সরাসরি প্রমাণ এখনও পাওয়া যায়নি বলে সতর্ক করেছেন।সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়রের সাথে এক সাক্ষাৎকারে ট্রাম্প টাইলোনল ব্যবহারে বিরত থাকার আহ্বান জানান। তিনি বলেন, টাইলোনলের প্রধান উপাদান প্যারাসিটামল বা অ্যাসিটামিনোফেন “ভালো নয়” এবং শুধুমাত্র গুরুতর জ্বরের ক্ষেত্রে ব্যবহার করা উচিত। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর বিবিসি।কিছু গবেষণায় গর্ভবতী নারীদের টাইলোনল সেবন ও সন্তানের অটিজম ঝুঁকির মধ্যে সম্পর্ক দেখা গেলেও তা অসংগতিপূর্ণ ও নিশ্চিত নয়। টাইলোনল নির্মাতা প্রতিষ্ঠান ক্যানভিউ এই ওষুধকে নিরাপদ দাবি করেছে।বিবিসিকে দেয়া এক বিবৃতিতে কোম্পানিটি বলেছে, “স্বাধীন...