ঢাকা: ইয়েমেনের উপকূলবর্তী এডেন উপসাগরে একটি জাহাজে হামলা চালানো হয়েছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। হামলার পরিমাণ ও দায়ীদের পরিচয় এখনো স্পষ্ট হয়নি। ব্রিটিশ সেনাবাহিনীর ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস কেন্দ্রের এক বিবৃতিতে জানানো হয়, জাহাজের ক্যাপ্টেন বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং পানির ছিটা পড়তে দেখেছেন।বিবৃতিতে আরও বলা হয়, জাহাজ ও ক্রু নিরাপদে আছেন এবং তারা পরবর্তী গন্তব্যের দিকে যাত্রা চালিয়ে যাচ্ছেন। এডেন উপসাগর থেকে প্রায় ২২৫ কিলোমিটার (১৪০ মাইল) দূরে এই হামলা সংঘটিত হয়েছে। উল্লেখ্য, এডেন বর্তমানে ইয়েমেনের নির্বাসিত সরকারের প্রতি অনুগত বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।ইরান সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠী দীর্ঘদিন ধরে লোহিত সাগর করিডোর দিয়ে চলাচল করা জাহাজগুলোর ওপর হামলা চালিয়ে আসছে। তবে এই হামলার দায় তারা তাৎক্ষণিকভাবে স্বীকার করেনি।গাজা যুদ্ধের প্রতিক্রিয়ায় লোহিত সাগর দিয়ে যাওয়া ইসরায়েল ও তার...