চিত্রনায়ক সালমান শাহের অপমৃত্যু মামলায় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (পিবিআই) দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে মামলাটি খারিজ করে দেওয়া আদেশের বিরুদ্ধে করা রিভিশন মামলাটি শুনানির জন্য আগামী ১৩ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এ মামলার শুনানির জন্য নির্ধারিত ছিল। এদিন রিভিশন শুনানিতে আদালতে উপস্থিত হন সালমান শাহের মামা আলমগীর কুমকুম। এরপর বাদীপক্ষের আইনজীবী মো. আবিদ হোসেন রিভিশন শুনানির জন্য সময় আবেদন করেন। শুনানি শেষে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক সময়ের আবেদন মঞ্জুর করে নতুন তারিখ নির্ধারণ করেন। উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান চলচ্চিত্র নায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহ। সে সময় তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী অপমৃত্যুর মামলা দায়ের করেন। পরবর্তীতে ১৯৯৭ সালের ২৪ জুলাই তিনি...