২৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৬ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৬ পিএম মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় রাস্তার পাশে জমে থাকা ময়লার ভাগাড় জনদূষণ ও দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আশপাশের বাড়ি ও চলাচলকারী পথচারীরা নাকচাপে এই রাস্তা পার হতে বাধ্য হচ্ছেন। স্থানীয়রা অভিযোগ করছেন, দীর্ঘদিন ধরে ময়লা ফেলার স্থায়ী ব্যবস্থা না থাকায় পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সরজমিন পরিদর্শনে দেখা গেছে, উপজেলার অক্সফোর্ড স্কুলের পাশের জায়গায় ময়লার স্তূপ সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা আব্দুল মালক ও স্কুলের প্রধান শিক্ষক বশ্বিজৎ আর্চায বলেন, ময়লার দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ছাত্র-ছাত্রীসহ পথচারীরা কষ্ট পাচ্ছেন। বিশেষজ্ঞ চিকিৎসকেরা জানাচ্ছেন, খোলা জায়গায় ময়লা ফেলে রাখলে এটি বিভিন্ন সংক্রামক রোগ ছড়ানোর ঝুঁকি তৈরি করে। বিশেষত শিশু ও বৃদ্ধরা বেশি ঝুঁকিতে থাকে। এছাড়া ময়লার স্তূপে মশা-মাছি জন্মায়, যা স্বাস্থ্যঝুঁকি...