২৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৪ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৭ পিএম ইতালির বাণিজ্যিক রাজধানী মিলানে সাম্প্রতিক এক সহিংস আন্দোলন নতুন করে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করেছে। মধ্যপ্রাচ্যে চলমান হামাস-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি না দেওয়ার সিদ্ধান্ত নিলে এই আন্দোলনের সূত্রপাত ঘটে। মিলানে অনুষ্ঠিত গাজা সংহতি বিক্ষোভে অংশ নেয় ১০ হাজারেরও বেশি মানুষ। আন্দোলন শুরুতে শান্তিপূর্ণ থাকলেও কয়েকজনকে আটক করার চেষ্টা করলে তা সহিংস রূপ নেয়। ঘটনায় অন্তত ৬০ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য আহত হন। প্রায় ১০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে পুলিশ সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। তবে ভিডিও ফুটেজে দেখা গেছে, প্রো-প্যালেস্টাইন বিক্ষোভকারীদের মধ্যে চরম বামপন্থি গোষ্ঠী ও কিছু অভিবাসী গ্যাংও ছিল। তারা মিলানের রাস্তায় ব্যাপক শোডাউন চালায় এবং শহরের গুরুত্বপূর্ণ বন্দর ও সড়ক অবরোধ...