মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের গাজায় যুদ্ধ অবসান এবং ধ্বংসপ্রাপ্ত ফিলিস্তিনি ভূখণ্ডের ভবিষ্যৎ নিয়ে একটি পরিকল্পনা প্রস্তাব মুসলিম নেতাদের সঙ্গে বৈঠকে উপস্থাপন করবেন। সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ফাঁকে একাধিক আরব ও মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, এ বৈঠকে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), মিশর, জর্ডান, তুরস্ক, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের নেতারা উপস্থিত থাকবেন। ইসরায়েলি ও আরব সূত্রের বরাতে ইসরায়েলের চ্যানেল ১২ ও যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাক্সিওস জানিয়েছে, পরিকল্পনা প্রস্তাবে গাজা থেকে ভবিষ্যতে ইসরায়েলি সেনা প্রত্যাহার, অঞ্চলটিতে নিরাপত্তা রক্ষায় আঞ্চলিক দেশগুলোর শান্তিরক্ষী বাহিনী পাঠানো এবং পুনর্গঠনের জন্য অর্থায়ন সংক্রান্ত বিষয় রয়েছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো ইতোমধ্যে জানিয়েছেন, গাজায় শান্তিরক্ষী বাহিনী পাঠাতে...