সৌদি আরব ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায় দেশটি। সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধীনে আয়োজিত এক উচ্চপর্যায়ের শান্তি সম্মেলনে সৌদি আরব এই অবস্থান পুনর্ব্যক্ত করে। সম্মেলনটি সৌদি আরব ও ফ্রান্সের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়, যার লক্ষ্য ছিল ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্বে দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য বৈশ্বিক সমর্থন জোরদার করা। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের পক্ষে বক্তব্য দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। তিনি বলেন, “ইসরায়েলের অব্যাহত আগ্রাসী কর্মকাণ্ড আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টাকে দুর্বল করছে।” তিনি ইসরায়েলের বর্বরোচিত অপরাধ এবং আরব ও মুসলিম দেশগুলোর সার্বভৌমত্বে হামলার তীব্র নিন্দা জানান। একইসঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে...