জানা গেছে, ২০১৭ সালে প্রথম স্ত্রী ফাহিমা আক্তারের দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলার আসামি ছিল রাশেদ চাপরাশী। ২০২১ সালে ওই মামলায় ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেয় আদালত। মামলার পর থেকে পলাতক ছিল রাশেদ। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় খুলনা শহরের লবনচরা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।কাঁঠালিয়া থানার ওসি মংচেনলা বিষয়টি নিশ্চিত করে জানান, ২ বছরের সাঁজাপ্রাপ্ত আসামি রাশেদ চাপরাশীকে খুলনা শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার...