অস্কারজয়ী হলিউডি অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ভ্যারাইটি লিখেছে, স্পেনের সান সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসবে ‘ক্যুতুর’ সিনেমার প্রিমিয়ারে হাজির হন অ্যাঞ্জেলিনা জোলি। অভিনেত্রীকে পেয়ে সাংবাদিকেরা প্রশ্ন করেন যুক্তরাষ্ট্রের বাকস্বাধীনতা নিয়ে। সেখানে যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে হতাশা প্রকাশ করেন অভিনেত্রী। জোলিকে প্রশ্ন করা হয়, একজন শিল্পী এবং একজন আমেরিকান হিসেবে তিনি কোন বিষয় নিয়ে ভীত কি না। জবাব দেওয়ার আগে দীর্ঘশ্বাস ফেলে জোলি বলেন, “এটি খুবই কঠিন প্রশ্ন। আমি আমার দেশকে ভালোবাসি, কিন্তু এই মুহূর্তে আমি আমার দেশকে চিনতে পারছি না। আমি সব সময় আন্তর্জাতিকভাবে থেকেছি। আমার পরিবার, বন্ধু, আমার জীবন সারা দুনিয়ায় ছড়িয়ে আছে। এখন সময় এতটাই গুরুতর, যে কোনো কিছু যা কারো ব্যক্তিগত স্বাধীনতা বা প্রকাশের অধিকার সীমিত করে, সেটি খুবই বিপজ্জনক।"...