অবকাঠামো সংকটে ধুঁকছে ১৫০ বছরের পুরোনো কুমিল্লা জেনারেল হাসপাতাল। প্রতিষ্ঠানটিতে অভ্যন্তরীণ ও বহির্বিভাগে রোগীদের শয্যা সংকটের পাশাপাশি চিকিৎসকদের জন্য নেই পর্যাপ্ত কক্ষ। সেবা নিতে গিয়ে ভোগান্তিতে পড়েন রোগীরা। সিভিল সার্জন জানান, হাসপাতালটির উন্নয়নের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। কুমিল্লা চ্যারিটেবল ডিসপেনসারি নামে কুমিল্লা জেনারেল হাসপাতালের যাত্রা শুরু হয় ১৮৪৫ সালে। মুক্তিযুদ্ধের পর রূপান্তরিত হয় ৫০ শয্যার হাসপাতালে। বর্তমানে এটিই কুমিল্লা জেনারেল হাসপাতাল। ১০০ শয্যার সরকারি এই হাসপাতালে প্রতিদিন বহির্বিভাগেই চিকিৎসা নেন প্রায় দুই হাজার রোগী। হাসপাতালে আসা রোগীরা বলছেন, দিন দিন রোগীর সংখ্যা বাড়লেও বাড়েনি শয্যার সংখ্যা। দীর্ঘদিন সংস্কার না করায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে...