গাইবান্ধার পলাশবাড়ীতে আব্দুল গোফফার সরদার (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার মানিয়ানদহ ভেগীর ব্রিজ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুল গোফফার একই উপজেলার পবনাপুর ইউনিয়নের বুজরুক বরকতপুর গ্রামের মৃত কপিল উদ্দিন সরদারের ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল সোমবার বিকেল ৪টার দিকে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন আব্দুল গোফফার। পরে রাতে পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে। খোঁজার একপর্যায়ে আজ সকালে তার বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ভেগীর ব্রিজ এলাকায় নালার পানির ওপরে কচুরিপানার নিচে বিবস্ত্র অবস্থায় আব্দুল গোফফারের মরদেহ দেখতে পায় তারা। পরে জানাজানি হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী থানার হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের...